• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘মাহমুদুর রহমানের ওপর হামলা পূর্বপরিকল্পিত’

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৫:০২ | আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৫:৩৮
নিজস্ব প্রতিবেদক

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, কুষ্টিয়ার পুলিশের দায়িত্বে যিনি রয়েছেন তিনি আওয়ামী সন্ত্রাসীদের চেয়েও খারাপ। পুলিশের উপস্থিতিতে মাহমুদুর রহমানের ওপর যেভাবে হামলা করা হয়েছে সেটি নজিরবিহীন।

তিনি বলেন, মাহমুদুর রহমানের ওপর হামলার আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি, তিনি আমাকে আশস্ত করে বলেন- আমি দেখছি ব্যবস্থা করছি তার সেফলি বের হয়ে যাওয়ার। তারপরও আমাদের দুর্ভাগ্য, পুলিশের উপস্থিতিতে যেভাবে মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশে আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে গণমাধ্যমকর্মী যারা স্বাধীন চিন্তা করেন তাদের ওপর আক্রমণ করছে, ধ্বংস করে দিতে চাচ্ছে। কোনও রকম স্বাধীন মতপ্রকাশের তারা ঘোরবিরোধী। এরা ছদ্মবেশে ভিন্ন পরিচয়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। যার পূর্বশর্ত মুক্ত গণমাধ্যম ধ্বংস। ১৯৭১ সালে যেই যুদ্ধ করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আজকে তারা এই গণতন্ত্রকে ধ্বংস করছে। তারা পরিকল্পিতভাবে বিরোধীদলের নেতাকর্মীদের ধ্বংস করছে।

এসময় মির্জা ফখরুল বলেন, আমি আবারও মাহমুদুর রহমানের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যারা এর জন্য দায়ী তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

/এসএফ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল,মাহমুদুর রহমান,আক্রমণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close