• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিদেশ যেতে বাধা, হাইকোর্টে ইমরানের রিট

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৩:৪৪
নিজস্ব প্রতিবেদক

বিদেশ যেতে ‘বাধা’ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ এবং বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে ইমরান এইচ সরকার। এ তথ্য ইমরান নিজেই নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে তিনি জানান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম তার পক্ষে শুনানি করবেন।

সম্পর্কিত খবর

    ইমরানের রিট আবেদনের ওপর সোমবার (২৩ জুলাই) বেলা ২টার দিকে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।

    উল্লেখ্য. গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ‘বাধা’ দেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তোলা হয়েছে।

    ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন ইমরান এইচ সরকার। তবে এ সময়ে প্রশাসনের বাধার মুখে পড়েন তিনি। বিমানে ওঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।

    /আরকে

    ইমরান এইচ সরকার,গণজাগরণ মঞ্চ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close