• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ সোমবার

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১৮:৩২
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসে পেট্রোল বোমা মেরে নাশকতার ঘটনায় করা মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল সোমবার(২৩ জুলাই) এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

রোববার (২২ জুলাই) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস. এম মজিবুর রহমানের বেঞ্চ শুনানি গ্রহণ শেষে আদেশের এ দিন ধার্য করেছেন।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৭ জুলাই এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান জানান, এ মামলায় গত ১ জুলাই খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে তার জামিন আবেদনের শুনানির জন্য ৮ আগস্ট দিন ধার্য করেন কুমিল্লার একটি আদালত। এর পর খালেদা জিয়া হাইকোর্টে এ মামলায় জামিন চেয়ে আবেদন করেন।

এই আইনজীবী আরও বলেন, এর আগে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। যেটি এখন পেন্ডিং রয়েছে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

/এসএফ

খালেদা জিয়া,আদালত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close