• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১৬:০৮ | আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৬:১০
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলগেট মোড়ে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় জসিম উদ্দীন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে আচুয়াভাটা কসায়পাড়া গ্রামের জসিমের ছেলে। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছে তবে একই গ্রামের মহিউদ্দীনের ছেলে রহিম (২৮) গুরুতর আহত হওয়ায় রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই পেশায় কসাই। রোববার সকাল সাড়ে ৬টার দিকে রেলগেট বাজারে মাংস কাটার কাজে ব্যস্ত ছিলো এই সময় রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মালবাহী ট্রাক সরাসরি তাদের মাংস কাটা জায়গাতে ঢুকে পড়ে চাপা দিলে ঘটনা স্থলেই জিসম মারা যায় ও বাকিরা আহত হয়।

স্থানীয়রা এই সময় দ্রুত উদ্ধার করে আহতদের। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

অপরদিকে বেলা সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি নাজির পুর নামক স্থানে মহাসড়কে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে উপজেলার ফরহাদপুর গ্রামে চান্দু (৫৫) ও শানুর মেয়ে খুসবু খাতুন (১৫) মারাত্নক আহত হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরহ চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক সোহাগকে আটক করে প্রেমতলী পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে এসআই আবু বক্কর সিদ্দিক জানান। চালক সোহাগের বাড়ী রাজশাহী মহানগরির কাজলা এলাকায় গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে।

ওএফ

রাজশাহী,সড়ক দুর্ঘটনা,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close