• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

কটূক্তির মামলায় আমার দেশ সম্পাদকের জামিন, আদালত চত্ব‌রে অবরুদ্ধ

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১৩:৪৯ | আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৪:২৬
কুষ্টিয়া প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যা ‌শেখ হা‌সিনা ও টিউ‌লিপ সি‌দ্দিকী‌কে কটূক্তি ক‌রে বক্তব্য দেয়ায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমা‌নের বিরু‌দ্ধে কু‌ষ্টিয়া জেলা ছাত্রলী‌গের সভাপ‌তির দা‌য়ের করা মানহা‌নি মামলায় জা‌মিন মঞ্জুর ক‌রে‌ছে সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেট আদালত।

রোববার দুপুর ১২টায় কু‌ষ্টিয়ার সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেট আদালতের বিচারক এম এম মো‌র্শেদ ১০ হাজার টাকা জামান‌তে স্থায়ীভা‌বে এই জা‌মিন মঞ্জুর ক‌রেন। এ সময় মাহবুবুর রহমান আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

এদি‌কে জা‌মিন মঞ্জুর করায় অস‌ন্তোষ প্রকাশ ক‌রে ছাত্রলীগ নেতারা। তারা আদালত চত্ব‌রে মাহমুদুর রহমান‌কে অবরুদ্ধ ক‌রে রা‌খে। এ সময় তারা মাহমুদুর রহমা‌নের বিচার চে‌য়ে আদালত চত্ব‌রে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রেন। এ সংবাদ লেখা পর্যন্ত তি‌নি আদদালত চত্ব‌রে অবরুদ্ধ ছি‌লেন।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, গত বছ‌রের ১লা ডি‌সেম্বর বাংলা‌দেশ প্রেসক্লা‌বে বাংলা‌দেশ ডে‌মো‌ক্রে‌টিক কাউ‌ন্সিল আয়ো‌জিত আলোচনা সভায় মাহমুদুর রহমান বঙ্গবন্ধুর তার কন্যা শেখ হা‌সিনা ও নাত‌নি টিউ‌লিপ সি‌দ্দিকী‌কে নি‌য়ে কটু‌ক্তিমূলক বক্ত‌ব্যে প্রদান ক‌রেন। সেই বক্ত‌ব্যে বি‌ভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মি‌ডিয়ায় প্রকা‌শিত ও প্রচা‌রিত হয়।

সেই বক্ত‌ব্যে ইউ‌টিউ‌বে কু‌ষ্টিয়া জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ইয়া‌সির আরাফাত তুষার দে‌খে গত বছ‌রের ১০ ডি‌সেম্বর সম্পা‌দকের বিরু‌দ্ধে কু‌ষ্টিয়া অতি‌রিক্ত জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেটি আদাল‌তে বাদী হ‌য়ে মানহা‌নি মামলা দা‌য়ের ক‌রেন। সেই মামলায় আজ মাহমুদর রহমানকে আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন আবেদন করলে বিচারক তা‌র জা‌মিন ‌আবেদন মঞ্জুর ক‌রে স্থায়ী জা‌মিন দেন।

ওএফ

মাহমুদুর রহমান,বঙ্গবন্ধু ও টিউ‌লিপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close