• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাষ্ট্রপতি ময়মনসিংহে যাচ্ছেন রোববার

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ০৯:৪৬ | আপডেট : ২২ জুলাই ২০১৮, ০৯:৪৯
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭ বছর পূর্তি এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন উপলক্ষে রোববার (২২ জুলাই) ময়মনসিংহ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাকৃবি সূত্র জানায়, বঙ্গবন্ধু চত্বরে বেলা ২টায় অনুষ্ঠানের মূলপর্ব শুরু হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রায় ৪ হাজার গ্র্যাজুয়েট এ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও বাকৃবির ছয় অনুষদ, ক্যাম্পাস চত্বরে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এর উদ্বোধন করবেন।

আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. একেএম জাকির হোসেন জানান, রাষ্ট্রপতিকে বরণ করতে বাকৃবি পুরোপুরি প্রস্তুত।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার ও বঙ্গবন্ধু চত্বরে প্যান্ডেল তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের মাঠে দুটি হেলিপ্যাড বানানো হয়েছে। জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা।

/অ-ভি

রাষ্ট্রপতি,ময়মনসিংহ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,আবদুল হামিদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close