• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সব শ্রেণীর মানুষের জন্য কাজ করেছি: প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৭:৪৪
নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি তার বক্তব্যে সমাজের সব শ্রেণীর মানুষের জন্য কাজ করার কথা উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, আমরা সমাজের সব শ্রেণী ও সম্প্রদায়ের মানুষের জন্য কিছু না কিছু করেছি। আমরা হিজড়াদের স্বীকৃতি দিয়েছি। সমাজে তারা অবহেলিত ছিল। আমরা তাদের পরিচয় দিয়েছি।

শেখ হাসিনা বলেন, আমরা ১২ লক্ষ বিধবাকে ভাতা দিচ্ছি। সমাজ যাতে এসব বিধবাকে বোঝা না মনে করে তাই সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রতিবন্ধীদের পাশে আছি। সরকার ১৪ লক্ষ প্রতিবন্ধীকে ভাতা দিচ্ছে। অনেক পরিবার প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুকে নিয়ে বিপাকে পড়ে। বর্তমান সরকার এসব প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিমাসে ১৪ লক্ষ প্রতিবন্ধীকে ৭০০ টাকা করে ভাতা দিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ২ কোটি ৪ লক্ষ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে। প্রাথমিক লেভেলে ১ কোটি ৪০ লক্ষ শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। এসব বৃত্তির টাকা তাদের মায়েদের মোবাইলে পাঠানো হচ্ছে।

/আরকে

সোহরাওয়ার্দী উদ্যান,গণসংবর্ধনা,শেখ হাসিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close