• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৭:৩২
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাদক যুব সমাজের মেধা, মনন, শক্তি নষ্ট করে দেয়। আমরা যুব সমাজকে দেশ গড়ার কাজে লাগাতে চাই। তাই মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। এই কাজে হনগণও আমাদের সাথে আছে। তাদের সাথে নিয়েই এই অভিযানে আমরা সফল হতে চাই।’

শনিবার (২১ জুলাই) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। জঙ্গিবাদের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

এসময় গণসংবর্ধনা জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এদেশের মানুষ ভাল থাকলেই আমি খুশি। আজকের এই গণসংবর্ধনা আমি বাংলাদেশের সাধারণ মানুষকে উৎসর্গ করলাম।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান ও শিক্ষা পায় সেটাই আমার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য।

-একে

মাদকবিরোধী অভিযান,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close