• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘ইউ হ্যাভ মেড আস ফিল প্রাউড’

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৬:৪৪ | আপডেট : ২১ জুলাই ২০১৮, ২০:২৯
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ইউ হ্যাভ মেড আস ফিল প্রাউড, ইউ হ্যাভ মেড আস ফিল স্ট্রং।’

শনিবার (২১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গণসংবর্ধনায় প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অভিনন্দন পত্রে তিনি বলেন, ‘মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গান। ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে তিনি বারে বারে সৃষ্টির পতাকা উড়ান। যারা সৎ ও সাহসী নেতৃত্ব বাংলাদেশের বহু মানুষের বুকে বল জোগায়। যারা মমতার হাত ছুঁয়ে গেছে সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের প্রতিটি জনপদ। আমাদের পার্টির জননন্দিত সভাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা আপনাকে অভিনন্দন।’

‘অসংখ্যবার আপনার প্রাণ নাশের চেষ্টা হয়েছে। সৃষ্টি কর্তার অপার কৃপায়, দেশবাসী দোয়ায় প্রতিবারই আপনি বিপদমুক্ত হয়েছেন। বাধার পাহাড় অতিক্রম করে আপনি সম্মুখবর্তী হয়েছেন। সেই কঠিন যাত্রায় জনগণকে সঙ্গে নিয়ে আজ আপনি আলোকজ্জ্বল মধ্যাহ্নে দাঁড়িয়ে। অনন্ত বিস্ময় হয়ে গোটা বিশ্বকে আলোকিত করছেন মানবতার জননী, তুমি সবার হৃদয় করেছ জয়। আপনি আমাদের অযুত সাহস, অনন্ত বিস্ময়।’

আ.লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘উন্নয়নে, অর্জনে আপনি আজ গোটা বিশ্বের রোল মডেল। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রাপ্ত একের পর এক সম্মাননা, ডক্টরেট পদক হাতে নিয়ে আপনি আপনার প্রাণপ্রিয় দেশবাসীকে উৎসর্গ করেছেন। জন্য আপনার অকুতোভয় দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বে অর্জিত সাফল্য আমাদের জীবন ও রাষ্ট্রে যে গুণগত পরিবর্তন সূচিত করেছে, এর ধারাবাহিকতায় আজ আমরা উন্নয়শীল দেশের কাতারে।’

তিনি বলেন, ‘পূর্ব পৃথিবীর সূর্য, ভোরের আলোর স্নিগ্ধতার মমতা মাথা স্পর্শে প্রকৃতি ও প্রাণীকূলে যেভাবে প্রাণের শিহরণ আনে তেমনি আপনারা উদ্ভাসিত আলোয় বিশ্ব সভায় আজ আমরা আলোকিত।’

‘১৯৮১ সালের ১৭ মে ঝড়-ঝঞ্ঝা বিক্ষুব্ধ বৃষ্টিস্নাত দিনে বাংলাদেশের মাটিতে ফিরে এসেছিলেন।...আপনার দৃঢ়তা ও অটল সিদ্ধান্ত সারা বিশ্বকে দেখিয়েছে সততার শক্তি, নিজস্ব অর্থে জনগণের অংশগ্রহণে পদ্মা সেতুসহ দেশের বৃহৎ স্থাপনাগুলো- রূপপুর পারমাণবিক প্রকল্প, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, মাতার বাড়ী পাওয়ার প্ল্যান্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার পথে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আপনার হাতে অবসান ঘটে স্বৈরশাসক, ছদ্মবেশী গণতন্ত্রের। এই জাতির গৌরবজ্জ্বল ইতিহাসকে যারা উল্টো পথে নিয়ে গিয়েছিল সেই অশুভ শক্তিকে বিচারের আওতায় এনে, বঙ্গবন্ধুর ঘৃণ্য হত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির বিধান করে কলঙ্ক মোচনে আপনি রাষ্ট্রনাকোচিত মুক্তিযুদ্ধের দীপ্ত এজন্য সারা জাতি আপনার কাছে কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জাতির জনকের সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, আপনার হাত ধরেই আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবো, ইনশাল্লাহ।’

-একে

প্রধানমন্ত্রী,ওবায়দুল কাদের,গণসংবর্ধনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close