• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

দিল্লি দখলের ডাক দিলেন মমতা

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৬:৩২ | আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৬:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৪২ টি আসনেই জয় হওয়ার প্রত্যয় জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আর এ রাজ্যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে।

বিজেপির সমালোচনা করে তিনি বলেন,, যারা প্যান্ডেল সামলাতে পারে না, তারা আবার কিভাবে দেশ গড়বে? প্যান্ডেল ভাঙা বড় কথা নয়, ওরা দেশটাই ভেঙে দিচ্ছে। ওরা নোংরা রাজনীতি করে। ব্যাঙ্কের টাকা লুঠ করছে। তালিবানি উগ্রপন্থা চালাচ্ছে। ওদের আর ক্ষমতায় রাখা যায় না ’

শনিবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে জনসমুদ্র রাখা মমতার বক্তব্যের সারকথাই ছিলো মোদিকে হটিয়ে দিল্লি দখল।

হিটলার-মুসোলিনির সঙ্গে বিজেপির তুলনা করে মমতা বললেন, ‘হিটলার-মুসোলিনির থেকেও বড় সম্রাট এসে গিয়েছে। ওদের হাতে দাঙ্গার রক্ত লেগে আছে। ওদের ঔদ্ধত্য, অত্যাচার মেনে নেবেন না।

মমতা বলেন, হিন্দু ধর্মকে অসম্মান করছে বিজেপি। এটা করার অধিকার ওদের নেই। শিবসেনা তাদের জোটসঙ্গী ছিল, তারা ভোট দেয়নি। টিডিপি জোটসঙ্গী ছিল, তারাই অনাস্থা এনেছে।

তিনি বলেন,পুজো শেষ হতেই ব্রিগেডের প্রস্তুতি শুরু হবে। ২১ জুলাইয়ের থেকে বেশি জমায়েত হবে সেই সভায়।

মমতা,মমতা বন্দ্যোপাধ্যায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close