• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

মারা গেছেন লেখক, অধ্যাপক রাজীব মীর

প্রকাশ:  ২১ জুলাই ২০১৮, ১৪:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, লেখক রাজীব মীর(ইন্নালিল্লাহি ... রাজিউন)।

শুক্রবার দিনগত রাতে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে গ্লিনিগলস গ্লোবাল হেলথ সিটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

তিনি বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। চলতি সপ্তাহে তার অপারেশন ও লিভার পরিবর্তনের কথা ছিল।

এরআগে চলতি মাসের ১৭ তারিখ রাতে রাজীব মীর স্ট্রোক করেন। এর পর লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। শুক্রবার রাত ১টা ৩৭ মিনিটে রাজীব মীরের লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকরা।

রাজীব মীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন রাজীব মীর। এ ছাড়া তিনি একজন লেখক, গবেষক এবং বিভিন্ন মানবাধিকার আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন।

রাজীবের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে পারিবারিক সূত্রে।

/আরকে

রাজীব মীর,তামিলনাড়ু,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close