• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জাতীয় ঐক্যের প্রয়াস নিন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাদের সিদ্দিকী

প্রকাশ:  ২০ জুলাই ২০১৮, ১৮:৪১ | আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৮:৪৫
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ও বিএনপির সমদূরত্বে থেকে ডা. বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের সঙ্গে ঐক্য গড়ে তুলতে চান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে একটি জাতীয় ঐক্য গড়ার চেষ্টা করছি। এখনো করছি। আমাদের ধারণাপত্রে স্পষ্ট বলেছি-বিএনপির সঙ্গে ঐক্য করার জন্য আমাদের প্রচেষ্টা নয়।

বিএনপির প্রচেষ্টায় ঐক্য হওয়ার জন্য জাতীয় ঐক্য- সেটাও আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্বে সরকার থেকে সমদূরত্বে থেকে দেশের মানুষের কাঙ্খিথ জাতীয় ঐক্য আমাদের কাম্য। তিনি বলেন, বাংলাদেশে বহুদিন একই ব্যাক্তি সরকার প্রধান এবং একই ব্যাক্তি দলীয় প্রধান। সেটা আওয়ামী লীগ ও বিএনপির ক্ষেত্রে হয়েছে। এই অন্ধকার থেকে আমরা মুক্তি চাই।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চললে সরকার যে চালাবেন তাকে চালাবে দলের কর্তৃত্ব নের্তৃত্ব। সরকার চলবে রাজনীতির হুকুমে, নির্দেশে। কিন্তু বর্তমানে একই ব্যাক্তি সরকার ও দলের প্রধান হওয়ায় রাজনীতির কোন গুরুত্ব নেই। রাজনীতির নেতৃত্বের কোন গুরুত্ব নেই।

তিনি বলেন, আমরা যে ঐক্য চাই সেই ঐক্যে মানুষের সমর্থণ ও সুমতি পেলে রাজনৈতিক কর্তৃত্ব নের্তৃত্ব সরকার পরিচালনা করবেন। সরকার হবেন একজন আর দল হোক, জোট ফ্রন্ট হোক তার নেতা হবেন একজন। কাদের সিদ্দিকী বলেন, যে প্রচেষ্টা আমরা চালিয়ে আসছি সেখানে আমরা বদরুদ্দোজা চৌধুরী ও ড কামাল হোসেন নেতৃত্বে একটি অর্থবহ কার্যকরী জাতীয় ঐক্য চাই এবং সেই জাতীয় ঐক্য ফ্রন্ট কিংবা জোট হোক এর প্রধান হবেন বদরুদ্দোজা চৌধুরী। আর এই ফ্রন্টের নেতৃত্বে যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারি তাহলে আমাদের সরকার প্রধান হবেন ড. কামাল হোসেন এবং আমরা এটা মনে প্রাণে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, দেশ বসবাসযোগ্য হোক এটাই আমরা চাই। আর চাই বলেই আমাদের দাবি আপনি একটি জাতীয় ঐক্যের প্রয়াস নিন। সুষ্ঠু, নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন যাতে অনুষ্টিত হতে পারে সেইজন্য দলমত নির্বিশেষে সকল পেশার মানুষকে ডেকে আপনি একটি সুস্থ সামাজিক পরিবেশ সৃষ্টি করুন।

খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের ভারতে আসার বিষয়টির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার বিষয়ে সংবাদ সম্মেলন কেন ভারতে এসে করতে হবে।

বিএনপি ক্ষমতায় এলে যদি রক্তের গঙ্গা বয়, তার প্রতিকার কী—এটা আমাদের ভেবে দেখতে হবে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাদের সিদ্দিকী বলেন, আমার তো মনে হয় না যে এটার প্রতিকার আওয়ামী লীগ বা বিএনপির হাতে আছে।

কাদের সিদ্দিকী,প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close