• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নীলক্ষেতে দোকানিদের সঙ্গে সংঘর্ষের পর মার্কেটে ‘আটকা’ ঢাবি ছাত্র

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ২৩:১৫
ঢাবি প্রতিনিধি

নীলক্ষেতের বইয়ের দোকানদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের সংষর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর মার্কেটের আটকা পড়েছেন এক ছাত্র।

পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছেন নীলক্ষেত থানার ওসি আতিকুর রহমান।

তিনি রাত সোয়া ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, “ছাত্রদের সঙ্গে দোকানদারদের ঝামেলা হয়েছে। একজন ছাত্র ভিতরে আছে। তাকে বের করার চেষ্টা করছি।”

জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন বলেন, আটকা পড়া ওই ছাত্রের নাম সাফায়াত, তিনি প্রথম বর্ষে পড়েন।

ঘটনার বিবরণে কয়েকজন শিক্ষার্থী জানান, প্রথম বর্ষের চার ছাত্র রাত ৯টার দিকে বই কিনতে গেলে এক দোকানদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থীদের আটকে ফেলে দোকানিরা। এ খবর জানতে পেরে জিয়াউর রহমান হলের শ’খানেক ছাত্র ছুটে এসে মার্কেটে ঢুকে তাদের তিন সহপাঠীকে উদ্ধার।

এ সময় এক দোকানিকে মারধর করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান।

উত্তপ্ত ওই পরিস্থিতির মধ্যে অন্যরা মার্কেট থেকে বেরিয়ে আসতে পারলেও সাফায়াত ভিতরে থেকে যান বলে লিমন জানিয়েছেন।

-একে

ঢাকা বিশ্ববিদ্যালয়,সংঘর্ষ,নীলক্ষেত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close