• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

আবারও হত্যার হুমকি পেলেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ২২:১৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আবারও হত্যার হুমকি পেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে সুপ্রিম কোর্টে তার কার্যালয়ে পাঠানো এক চিঠিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় তার ব্যক্তিগত সহকারী (পিএস) কবির হোসেন শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ নিয়ে ২০১৩ সাল থেকে তাকে কয়েক দফা হত্যার হুমকি দেওয়া হলো।

মাহবুবে আলম বলেন, ‘বৃহস্পতিবার (১৯ জুলাই) সন্ধ্যায় আমি একটি চিঠি হাতে পেয়েছি। সেই চিঠিতে লেখা আছে, ‘‘আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হচ্ছে শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) আপনাকে কিনে ফেলেছে। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, এগুলোর জন্য আপনারা ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য। সাবধান হয়ে যান।’’’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‌‌‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে কে বা কারা সেই চিঠি পাঠিয়েছেন, তার কোনো কিছুই সাধারণ ডায়েরি উল্লেখ করা হয়নি।’

এর আগেও কয়েক দফা চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেলকে হত্যার হমকি দেওয়া হয়।

শুরুটা হয়েছিল ২০১৩ সালে। এরপর কয়েক দফা এ হুমকি অব্যাহত থাকে। সর্বশেষ ২০১৮ সালের ১৯ জুলাই তাকে আবারও হত্যার হুমকি দেওয়া হলো।

এর আগে গত বছরের ২০১৭ সালে জানুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল নিয়ে বিরূপ মন্তব্য করা এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ডাকযোগে পত্রের মাধ্যমে হত্যার হুমকির অভিযোগে বেল্লাহ আহম্মেদ নামে একজনকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।

একই বছরের ৭ ডিসেম্বর তাকে হত্যার হুমকি দিয়ে হাইকোর্টে তার কার্যালয়ে চিঠি পাঠানো হয়। এ ঘটনায় তার পিএস কবির আহমেদ শাহবাগ থাকায় একটি জিডি করেছিলেন। ওই চিঠিতে লেখা হয়েছিল, ‘আপনার সময় ফুরিয়ে এসেছে, জাহান্নামের জন্য প্রস্তুত থাকুন।’

এ ঘটনার পর আবারও একই মাসের ২৫ ডিসেম্বর তাকে চিঠি পাঠিয়ে ফের হত্যার হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার ব্যক্তিগত সহকারী।

এর আগেও ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট, ২০১৬ সালের ৩০ মে অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দেওয়ায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। -একে

অ্যাটর্নি জেনারেল,হুমকি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close