• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ১৮:৫৫
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে। এবার পাশের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৬৭ দশমিক ৮ শতাংশ। এবারের পাশের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডে তিনটি বিভাগেই পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৩ দশমিক ৫ শতাংশ, ছেলেদের পাশের হার ৮২ দশমিক ৩৬ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৩ দশমিক ৮২ শতাংশ। এ বিভাগে পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

মানবিক বিভাগে পাশের হার ৫৬ দশমিক ৬১ শতাংশ, ছেলেদের পাশের হার ৫১ দশমিক ১২ শতাংশ ও মেয়েদের পাশের হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ। এ বিভাগেও পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ, ছেলেদের পাশের হার ৬১ দশমিক ৬৪ শতাংশ ও মেয়েদের পাশের হার ৬৯ দশমিক ৬৩ শতাংশ। এ বিভাগেও পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

উল্লেখ্য যে, এবার এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৪ হাজার ৭২১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। যার মধ্যে ৪৭ হাজার ৮৩১ জন ছাত্র ও ৫৫ হাজার ৮৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

ওএফ

শিক্ষার্থী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close