• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

অবশেষে বাড়ি ফিরছে থাইল্যান্ডের সেই কিশোর ফুটবল দল ও কোচ

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৮, ১৮:৫৩
আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে বাড়ি ফিরছে থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া সেই ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। উদ্ধারের পর থেকে সবাই চিয়াং রাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বুধবার (১৮ জুলাই) ওই ১৩ জন নিজ বাড়ি ফিরবে বলে জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ব্যাপারে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

চিয়াং রাই প্রদেশের গভর্নর প্রাচন প্রাতসুকান জানান, এটাই হবে ওই কিশোরদের একমাত্র আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এরপর গণমাধ্যমের সঙ্গে আর কোনো কথা হবে না।

উল্লেখ্য, গত ২৩ জুন ওই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকা পড়ে ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। শুষ্ক অবস্থায় সেখানে বেড়াতে গিয়ে বিপদে পড়ে যায় তারা। ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা আর কাদার কারণে গুহা থেকে আর বের হতে পারেনি। ওই ঘটনার নয়দিন পর গত ২ জুলাই আটকে পড়াদের ব্যাপারে জানতে পারে সবাই। গত ৭ জুলাই প্রথম দফায় চার কিশোরকে উদ্ধার করা হয়। গত ১০ জুলাই পর্যন্ত একে একে ১৩ জনকে নিরাপদে গুহা থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

কিশোরদের উদ্ধার করতে গিয়ে একজন উদ্ধারকর্মী মারাও যান। উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি দলে বিভিন্ন দেশের দক্ষ ডুবুরিরা ছিলেন। এ ছাড়া দেশটির নৌবাহিনীও উদ্ধার কাজে অংশ নেয়।

/আরকে

থাইল্যান্ড,গুহা,প্রাচন প্রাতসুকান,চিয়াং রাই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close