• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কারাগারে থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন কোটা নেতা সোহেল

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৮, ১৪:২৪
নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনের লক্ষ্যে গঠিত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক সোহেল ইসলাম কারাগারে থেকেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে কারাকর্তৃকপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালতে কারাগার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ২য় সেমিস্টার পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন অ্যাডভোকেট জাইদুর রহমান।

সম্পর্কিত খবর

    শুনানি শেষে সোহেল ইসলামকে কারাগারে থেকেই পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারাকর্তৃকপক্ষকে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

    সোহেল গত ১১ জুলাই গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন। ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত তার ৩য় বর্ষ (সম্মান) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

    গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জ্বালানোসহ নাশকতা এবং পুলিশকে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

    ওই ঘটনায় পুলিশ শাহবাগ থানায় তিনটি মামলা করে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে ভাঙচুরের ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়। -একে

    কোটা আন্দোলন,সোহেল ইসলাম
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close