• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রমেকের সাবেক পরিচালক ও ডাক্তারদের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ:  ১৬ জুলাই ২০১৮, ১৪:২৩
নিজস্ব প্রতিবেদক

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সাবেক পরিচালক ও ৫ ডাক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, শনিবার (১৪ জুলাই) রংপুর কোতোয়ালি থানায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ প্রসঙ্গে রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান, অভিযুক্তরা হলেন- রমেকের সাবেক পরিচালক ডা. আসম বরকত উল্লাহ, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. শফিকুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক ডা. বিমল কুমার বর্মণ, সাবেক উপ-পরিচালক ডা. পরিতোষ কুমার দাসগুপ্ত ও সাবেক উপ-পরিচালক ডা. মো. জহিরুল হক, হাসপাতালের প্রধান মেডিসিন স্টোরের ইনচার্জ ফার্মাসিস্ট মো. আনিছুর রহমান, ফার্মাসিস্ট মো. মোকছেদুল হক, স্টুয়ার্ড মো. আজিজুল ইসলাম, স্টুয়ার্ড মো. আসাদুজ্জামান এবং চার ঠিকাদার রংপুরের ম্যানিলা মেডিসিনের মালিক মনজুর আহমেদ, এমএইচ ফার্মার মালিক মোসাদ্দেক হোসেন, অভি ড্রাগসের মালিক মো. জয়নাল আবেদীন ও আলবিরা ফার্মেসির মালিক মো. আলমগীর হোসেন।

তিনি আরও বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে। মামলার এজাহারে বলা হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ওষুধসহ বিভিন্ন খাতে ৮ কোটি ৬১ লাখ ১৭ হাজার ৭৩৯ টাকা আত্মসাত ও বিনা দরপত্রে ৯ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৩৬ টাকার কার্যাদেশ প্রদান করেন তারা।

/আরকে

রংপুর মেডিকেল কলেজ (রমেক),দুর্নীতি দমন কমিশন (দুদক)
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close