• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

রূপপুরে দ্বিতীয় ইউনিটের মূল নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ:  ১৪ জুলাই ২০১৮, ১২:৩৫ | আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৩:২৪
পাবনা প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফার্স্ট কংক্রিট পোরিং ডেট কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

এর আগে সকাল ১১টা ৫০মিনিটে পাবনায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনা সফরকালে প্রধানমন্ত্রী জেলাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত পাবনা-মাঝগ্রাম রেলপথের উদ্বোধনসহ ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে পাবনায় এখন সাজ সাজ রব। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ব্যানার, ফেস্টুন, আলোকজসজ্জা আর তোরণে পাবনা সেজেছে নতুন সাজে। পাবনা সার্কিট হাউজ, পুলিশ লাইন্স মাঠে সৌন্দর্য বর্ধনসহ চলছে শেষ সময়ের প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী আরও নতুন উন্নয়নের ঘোষণা দেবেন বলে আশা পাবনাবাসীর।

/অ-ভি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প,দ্বিতীয় ইউনিট,মূল নির্মাণ কাজ,উদ্বোধন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close