• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৮, ১১:৩৪
খাগড়াছড়ি সংবাদদাতা

খাগড়াছড়ির আলুটিলার সেগুন বাগান এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জ্ঞানেন্দু চাকমা(৪০)। সে প্রসীত বিকাশ চাকমা নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের কর্মী।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা পর্যটন এলাকার পাশেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মাটিরাঙা থানা পুলিশ।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আলুটিলা পর্যটন এলাকায় গুলাগুলির শব্দ শুনে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত জ্ঞানেন্দু চাকমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বলেও জানায় পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাদাত হোসেন টিটু জানান, নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের পাশে একটি তাজা গুলির খোসাসহ এক রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র পাওয়া গেছে।

এদিকে, ইউপিডিএফের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস(এমএন লারমা) গ্রুপকে দায়ী করা হয়েছে।

ওএফ

নিহত,গুলি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close