• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||

বুলবুলের বিরুদ্ধে নৌকার সমর্থককে হুমকির অভিযোগ

‘গতবার ধানের শীষের কাজ করেছো, এবার কেন লিটনের পক্ষে?’

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৮, ০১:০৭
রাজশাহী প্রতিনিধি
ফাইল ছবি

রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে নৌকার সমর্থককে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মহাজোটের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে এ অভিযোগ দিয়েছেন।

এছাড়াও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নৌকার নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, পোস্টার-ফেস্টুন ছিড়ে ফেলা, অপপ্রচার এবং ভোটারদের হুমকি ও শাড়ী-লুঙ্গিসহ বিভিন্ন রকম উপটোকন দেয়ার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ দেন খায়রুজ্জামান লিটন।

তিনি অভিযোগ করেন, গত ১০ জুলাই দুপুর ২টার দিকে ধানের শীষের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপির নেতাকর্মীরা আরডিএ মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী সুলতানের দোকানে দিয়ে হুমকি দেন এবং ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করতে বল প্রয়োগ করেন।

এ সময় বুলবুল সুলতানকে বলেন, ‘গতবার তুমি ধানের শীষের পক্ষে কাজ করেছো, এবার কেন লিটনের পক্ষে কাজ করছো?’ জবাবে সুলতান বলেন, ‘আমি লিটন ভাইকে ভোট দিবো।’ তখন বুলবুল বলেন, ‘তুমি আমার সাথে থাকবে।’ সুলতান উত্তর দেন, ‘আমি লিটন ভাই এর ভোট করবো।’ বুলবুল তখন বলেন, ‘আমার উপশহর এলাকায় তোমার বাড়ি, তোমাকে পরে দেখছি, তোমার ব্যবস্থা হবে।’

এ ঘটনার সময় ধানের শীষের মেয়র প্রার্থী বুলবুলের সাথে থাকা নেতাকর্মীরা সুলতানকে বিভিন্নভাবে কটুক্তি করে এবং ভয়ভীতি দেখায়। এ ঘটনার পর সুলতান আতংকিত অবস্থায় রয়েছেন বলে জানান।

অপর তিনটি নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ এনে খায়রুজ্জামান লিটন উল্লেখ্য করেছেন, গত ১১ জুলাই হেতেমখাঁ ছোট মসজিদ এলাকায় তার নৌকা প্রতীকের পোস্টার খুলে ফেলে ধানের শীষের পোস্টার ঝুলিয়ে দেয়া হয়েছে। এ সময় বাধা দিতে গেলে তার কর্মীদের সাথে মারমুখী ও উচ্ছৃঙ্খল আচরণ করে।

অপরদিকে, গত ১০ জুলাই বিকেল ৫টার দিকে আসাম কলোনী রবের মোড় এলাকায় ধানের শীষের কিছু নেতাকর্মী নৌকার প্রতীকের নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালাগালি, কটুক্তি ও উত্তক্ত করে। এ সময় তারা বলে শেখ হাসিনা মরবে, তোদেরকে দেখে নিবো বলে হুমকি দেয়।

অন্যদিকে, ১১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে কোর্ট স্টেশন রেল লাইনের পাশের বস্তিতে বিএনপির নেতাকর্মীরা ভোটারদের প্ররোচিত করে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালায়। নৌকার প্রতীকের প্রার্থী খায়রুজ্জামান লিটন নির্বাচনে জয়লাভ করলে রাতারাতি বস্তি উচ্ছেদ করবে বলে অপপ্রচার চালায়। এছাড়াও ধানের শীষ প্রতীকে ভোট দিলে শাড়ী, লুঙ্গীসহ বিভিন্ন প্রকার উপটোকন দেয়ার প্রতিশ্রুতি দেয়। -একে

রাজশাহী সিটি নির্বাচন,বিএনপি,মোসাদ্দেক হোসেন বুলবুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close