• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অবশেষে থাইল্যান্ডের গুহা থেকে কোচসহ ১২ কিশোর উদ্ধার (ভিডিও)

প্রকাশ:  ১০ জুলাই ২০১৮, ১৮:১৬
আন্তর্জাতিক ডেস্ক

তিনদিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে থাইল্যান্ডের থ্যাম লুয়াং গুহা থেকে আটকে পড়া কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) থাই নেভি সিল এ তথ্য নিশ্চিত করেছেন ।

এর আগে রোববার কিশোর ফুটবল দলের ১২ সদস্য এবং তাদের কোচকে উদ্ধারে প্রথম অভিযান শুরু হয়। দু’দিনের অভিযানে মোট আট কিশোরকে উদ্ধার করা হয়। সোমবার গুহার ভেতর থেকে চার কিশোরকে বের করে আনার পর দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়। গুহার প্রবেশপথ থেকে চার কিলোমিটার দূরে আটকা রয়েছে শেষ দুই কিশোর ও তাদের কোচ একাপল চ্যান্তাওং।

মঙ্গলবারের অভিযানে মোট ১৯ জন ডুবুরিকে গুহার ভেতরে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। এক একজন কিশোরকে দু'জন করে ডুবুরি বাইরে আনার জন্য গুহার ভেতরে প্রবেশ করেছেন।

উল্লেখ্য, গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেনি। এরপর টানা ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভেতরে জীবিত অবস্থায় তাদের শনাক্ত করেন ডুবুরিরা।

/আরকে

থ্যাম লুয়াং গুহা,থাইল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close