• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিদেশি পতাকা ওড়ানো বন্ধে হাইকোর্টের রুল

প্রকাশ:  ০৯ জুলাই ২০১৮, ১৬:১৮
নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবল এলেই বিভিন্ন দেশের পতাকায় ভরে যায় বাংলাদেশ। তবে বিশ্বকাপে বিদেশি পতাকা ওড়ানো বন্ধে রুল জারি করেছে হাইকোর্ট। ১৯৭২ সালের পতাকা আইন লঙ্ঘন করে জাতীয় পতাকা ও বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করা বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার ( ৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিবসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতের পক্ষ থেকে।

গত ২৮ মে ফুটবল বিশ্বকাপ ২০১৮ চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনজুরুল হকসহ ১৩ জন এই রিট আবেদনটি দায়ের করেন।

উল্লেখ্য, প্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনসমূহ ছাড়া অন্য কোনো স্থানে অন্য দেশের পতাকা উত্তোলন করতে হলে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমোদন নিতে হয়।

তবে সেই আইন লঙ্ঘন করে বিশ্বকাপের সময় বাংলাদেশে বিভিন্ন দেশের পতাকা উত্তোলন করা হয়। যার বিরুদ্ধে রিট আবেদন করা হলে আদালত আজ এই রুল জারি করেন।

এফএইচ/জেএইচ/পিআর

বিশ্বকাপ ফুটবল,বাংলাদেশ,হাইকোর্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close