• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যারা কোটা আন্দোলন সমর্থন করছে তারা কার দালাল?

প্রকাশ:  ০৮ জুলাই ২০১৮, ২১:২৭
আশরাফুল আলম খোকন

কোটা আন্দোলন কেউ সমর্থন না করলে যদি সরকারের দালাল হয়, তাহলে এই আন্দোলন যারা সমর্থন করছে তারা কার দালাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা/সংস্কার/বাতিলের জন্য কমিটি করে দিয়েছেন। এরপরও কেউ কোটা সমর্থন না করলে তিনি সরকারের দালাল। সমর্থন করা যদি কারো অধিকার হয় তাহলে সমর্থন না করাও যে কারো অধিকার হতে পারে।

সম্পর্কিত খবর

    কোটা আন্দোলন প্রথম শুরু করেছিল ২০০৪ সালে জামাতে ইসলামীর ছাত্র শিবির।

    আমার খুব প্রিয় একজন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার। ওনার অনুবাদ লেখাগুলোর খুবই ভক্ত আমি। পত্রিকায় দেখলাম আজ শহীদ মিনারে এক মানববন্দনে তিনি বলেছেন, ছাত্রদের উপর এই রকম সহিংসতা তিনি দেখেননি। আরও অনেক বিখ্যাত(!) শিক্ষক বক্তৃতা করেছেন। পড়লাম আর হাসলাম। থাক ইতিহাস আর ঘাটলাম না।

    শুধু এই শিক্ষকদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, এই আন্দোলনকারীরা যখন উপাচার্যের বাসভবনে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, যাদের একাংশ এর কিছুদিন আগে উপাচার্যকে ৩টা গেইট ভেঙে গিয়ে লাঞ্চিত করেছিল- ঐগুলো কি আপনারা আগে কখনো দেখেছিলেন ? তখনতো আপনাদের এই উদ্বিঘ্ন চেহারাগুলো টিভিতে , পত্রিকার পাতায় দেখেনি।

    আপনাদের বিবেক যদি হয় স্বার্থের দেয়ালে বন্দি, তাহলে জাতিকে জ্ঞান না দেয়াই ভালো। হাস্যকর লাগে। কথাগুলো খারাপ লাগলে মাফ করবেন শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ।

    ( লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত )

    কোটা আন্দোলন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close