• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

উজানের পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ:  ০৭ জুলাই ২০১৮, ০৯:৩৫ | আপডেট : ০৭ জুলাই ২০১৮, ০৯:৫৮
জামালপুর প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় বন্যার পানি ইসলামপুর বাহাদুরাবাদঘাট পয়েন্টে ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় যমুনা তীরবর্তী সাপধরী, নোয়ারপাড়া, চিনাডুলী, বেলগাছা ও কুলকান্দি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলী জমি ও রাস্তাঘাটে পানি ঢুকতে শুরু করেছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা-ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা তীরবর্তী অঞ্চলের মানুষদের মাঝে আতঙ্ক বাড়ছে।

পানির প্রচন্ড স্রোতে ডেবরাইপ্যাচ এলাকায় ব্রীজ ও রাস্তা ভেঙ্গে চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামের সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

/পি.এস

জামালপুর,বন্যা,নিম্নাঞ্চল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close