• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হালিশহরে জন্ডিস আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২৪

প্রকাশ:  ২৯ জুন ২০১৮, ১৭:১৫
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের হালিশহরে জন্ডিসে (হেপাটাইটিস-ই ভাইরাস) আক্রান্ত হয়েছেন আরও ২২৮ জন। এ নিয়ে মোট জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬২৪ জনে।

বুধবার (২৭ জুন) প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালে জন্ডিস আক্রান্তদের তথ্য জানতে চান চট্টগ্রামের সিভিল সার্জন। বৃহস্পতিবার (২৮ জুন) বেলা ১টা পর্যন্ত ২১৮ জন জন্ডিস আক্রান্তের খবর পাওয়া যায়।

মে মাস থেকে জুন পর্যন্ত সরকারি হাসপাতালের হিসাব মতে ১৭৮ জন জন্ডিসে আক্রান্ত হন।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, দ্বিতীয় দিনে জন্ডিসে আক্রান্ত আরও ২২৮ জন রোগীর তথ্য পেয়েছি।

তিনি জানান, শুক্রবার সকাল থেকে সিটি করপোরেশনের তদন্ত টিমের সঙ্গে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ হালিশহরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সচেতনতামূলক প্রচারপত্র ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছে। ব্যক্তিমালিকানাধীন পানির লাইন ও ওয়াসার পানির লাইন থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ সময় স্থানীয়রা ওয়াসার পানিতে দুর্গন্ধ পাওয়ার বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করেন।

আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ওয়াসার কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে দেখা দরকার। কোথাও লিকেজ আজে কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। এ ছাড়া আমরা বিভিন্ন বাড়িতে গিয়ে পানির ট্যাংক চেক করে দেখেছি। বেশিরভাগ পরিবারের পানির ট্যাংকে পোকামাকড়সহ নানা ময়লা পেয়েছি। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ট্যাংক পরিষ্কার করার জন্য নির্দেশনা দিয়ে এসেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন ডা. বিদ্যুৎ ভূষণ দাশগুপ্ত, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. হাসান মুরাদ ও ডা. কিশোর। -একে

হালিশহর,জন্ডিস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close