• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাজীপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে আটক ১, অস্ত্র-বোমা উদ্ধার

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১৭:০৭ | আপডেট : ২৪ জুন ২০১৮, ১৭:৩৩
গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে একটি ‘জঙ্গি আস্তানায়’অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার ঘর থেকে ৩টি পিস্তল ও ৪টি বোমা উদ্ধার করা হয়। এরইমধ্যে আরও অভিযানের জন্য ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ওই বাড়িতে পৌঁছেছে।

আটক ব্যক্তির নাম আব্দুর রহমান (৩৭)। তিনি দিনাজপুরের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের হোসেন আলীর ছেলে।

রোববার (২৪ জুন) ভোরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা আলহেরা হাসপাতাল) সংলগ্ন দোতলা বাড়িটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটি) উপ-কমিশনার মহিবুল ইসলাম জানান, পুলিশ সদর দফতারের ইন্টেলিজেন্স উইং ল’ফুল ইন্টারসেপশন সেলের (এলআইসি) সঙ্গে ব্যাকআপ টিম হিসেবে সিটি সদস্যরাও সেখানে আছেন। ওখানে পুরনো জেএমবির একটি আস্তানা আছে বলে আমরা ধারণা করছি। অভিযান শেষ হলে আমরা বিস্তারিত বলব। ওই আস্তানায় অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে এবং সেগুলো নিস্ক্রিয় করতে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটও মাওনা গেছে।

বাড়ির মালিক রফিকুল ইসলাম পুলিশের অবসরপ্রাপ্ত একজন হাবিলদার। তিনি সাংবাদিকদের জানান, ভোরে পুলিশ আসার পর তার বাসার নিচ তলার ভাড়াটিয়া আব্দুর রহমানকে আটক করে এবং ঘণ্টাখানেক তল্লাশি চালিয়ে ওই ঘর থেকে তিনটি পিস্তল ও চারটি বোমা পাওয়ার কথা জানায়। পুলিশ একটি পিস্তল আমাকে দেখিয়েছে। তবে বোমাগুলো ভাড়াটিয়ার ঘরেই রেখে গেছে। ঢাকা থেকে পুলিশ এসে নাকি বোমা নিষ্ক্রিয় করবে।

রফিকুল ইসলাম জানান, আব্দুর রহমান তার স্ত্রী শামসুন্নাহারকে নিয়ে দুই মাস আগে সাড়ে তিন হাজার টাকায় নিচ তলার ওই ঘর ভাড়া নেন। রহমান জানিয়েছিলেন, তিনি পেশায় একজন ড্রাইভার। স্থানীয় একটি রেন্ট-এ কারের প্রাইভেটকার চালান।

জঙ্গি আস্তানা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close