• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রের

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ২০:৫৩ | আপডেট : ২৩ জুন ২০১৮, ২১:০৭
নিজস্ব প্রতিবেদক

সব মুক্তিযোদ্ধার শতভাগ চিকিৎসা ব্যয় রাষ্ট্র বহন করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।এ বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে এ উদ্যোগ।

শনিবার (২৩ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা জানান। এছাড়া স্বাধীনতা দিবসের জন্য পৃথক ভাতা দেওয়ার জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ না থাকায় পুনঃবিবেচনার দাবি জানান তিনি।

সম্পর্কিত খবর

    মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, এ বাজেটে স্বাধীনতা দিবসের ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু বাজেটে তার বাস্তবায়ন হয়নি। স্বাধীনতা ও বিজয় দিবস ভাতার জন্য প্রয়োজন হবে মাত্র ৩৬০ কোটি। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। কিন্তু এ খুনের সঙ্গে অনেক দেশি ও আন্তর্জাতিক চক্র জড়িত ছিলো। যেমন ওই সময় পাকিস্তান এবং আমেরিকা দূতাবাস সারারাত খোলা ছিলো। তাদের কী কাজ ছিল! এ রহস্য উদঘাটনের সময় এসেছে।

    বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আবারও 'পাকিস্তানের চর' আখ্যায়িত করে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান একটি সেক্টরের কমান্ডার হলেও তিনি আসলে চর ছিলেন।

    মুক্তিযুদ্ধের ৯ মাসে জিয়া'র ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এজন্য মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা বের করার জন্য একটি ফ্যাক্ট অ্যান্ড ফাইন্ডিং কমিটি করা উচিত। তাহলে সব তথ্য বেরিয়ে আসবে। এ তথ্য বের করার সময় এসেছে।

    মন্ত্রী বলেন, জাতির সিদ্ধান্ত নেবার সময় এসেছে। দুনিয়ার কোনো দেশে স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তি নামে ২টি পক্ষ থাকে না। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেটা আছে। যারা সেদিন বিপক্ষ ছিল আজ পর্যন্ত তারা স্বাধীন বাংলাদেশকে মেনে নিতে পারেনি। আজ পর্যন্ত তারা বলে না যে তাদের সেই সিদ্ধান্ত ভুল ছিল। এ দেশে রাজনীতি হতে হবে সংবিধানের প্রতি আনুগত্য স্বীকার করে। যাদের স্বাধীনতার প্রতি আনুগত্য থাকবে না তাদের এ দেশে থাকার দরকার নেই।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close