• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

একদিনে সড়কে প্রাণ গেল ৫১ জনের

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ২০:১১
নিজস্ব প্রতিবেদক

ঈদ আনন্দ শেষে গন্তব্যে ফেরার সময় সারা দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় শতাধিক।

শনিবার ভোর ও শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১৮ জন এবং রংপুরের তারাগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার সাভারে চারজন, নাটোরে দুজন, গোপালগঞ্জে দুজন, চুয়াডাঙ্গায় একজন, সিরাজগঞ্জে দুজন, ফরিদপুরে দুজন, লক্ষ্মীপুরের রামগঞ্জে দুজন ও নেত্রকোনার দুর্গাপুরে একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি।

সম্পর্কিত খবর

    গাইবান্ধা : ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকা-সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৮ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জন। শনিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার ঢাকা-রংপুর সড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

    রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলার পাগলাপীরে বিআরটিসির দোতলা বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাগলাপীরের সলেয়া শাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

    সাভার : সাভারের ঢাকা-আরিচা সড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হন। আহত হন আরও ২০ বাসযাত্রী। ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী সড়কের ভূঁইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ৫ জন মারা যান। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হন। অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় লোকমান শেখ (৫০) নামে এক ইঞ্জিনচালিত-ভ্যানচালক নিহত হন। এ সময় কমপক্ষে ১০ বাসযাত্রী আহত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

    নাটোর : সদর উপজেলায় ইজিবাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হন। আহত হন আরও তিনজন। সকাল ৭টার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    চুয়াডাঙ্গা : সদর উপজেলার আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক ধানকল মালিক নিহত হন। আহত হন দুই মোটরসাইকেল আরোহী। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০টার দিকে।

    ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের চালক ও হেলপার নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহেরা খাতুন ও মিলন নামের দুইজন নিহত হন। শনিবার সকালে উপজেলার আজাদ নগরে এই দুর্ঘটনা ঘটে।

    চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসচাপায় হেলপার ইমন সরদার (২১) নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    টাঙ্গাইল : সখীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল বাছেদ মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। দুপুরে উপজেলার তৈলধারা বটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ার ভাঙ্গারমুখে ম্যাজিক গাড়িচাপায় ছলেমা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হন। সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৬০) নামে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    নরসিংদী : নরসিংদী রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে মোটরসাইকেলের ধাক্কায় হাসান মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরের দিকে ইউনিয়নের লাকী আক্তার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    একদিনে সড়কে প্রাণ গেল ৫১ জনের
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close