• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

জনপ্রিয়রাই নমিনেশন পাবেন: শেখ হাসিনা

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ১৪:৪১ | আপডেট : ২৩ জুন ২০১৮, ১৪:৫১
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব এমপি টাকা নিয়ে কাজ করেন, দুর্নীতি করেন, তারা নমিনেশন পাবেন না। নমিনেশন দেওয়া হবে এলাকায় যার জনপ্রিয়তা আছে তাকেই।

শনিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন।

কেউ দলের বিরুদ্ধে কথা বললে তার মনোনয়ন পাওয়ার কোনও সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোটের রাজনীতি করতে হলে উন্নয়নের কথা জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, নির্বাচনের স্বার্থে মহাজোট করেছে আওয়ামী লীগ। কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি লীগের। আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিবে তার হয়ে সবাইকে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

এছাড়া আওয়ামী লীগে সুযোগ সন্ধানীদের প্রতি নজর রাখার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন শেখ হাসিনা। পাশাপাশি স্বাধীনতা বিরোধীরা যাতে ভোট না পায় সে ব্যাপারে সজাগ থাকারও নির্দেশ দেন তিনি।

/ও-ভি

আ.লীগ প্রতিষ্ঠাই হয়েছিল বাঙালি জাতির মুক্তির জন্য: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা চলছে

শেখ হাসিনা,প্রধানমন্ত্রী,আওয়ামী লীগ,সভাপতি,নমিনেশন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close