• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

শাহাকার গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড

প্রকাশ:  ২৩ জুন ২০১৮, ০১:২০ | আপডেট : ২৩ জুন ২০১৮, ০১:৩৮
স্পোর্টস ডেস্ক

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ১-১ গোলে সমতায় ফিরলো সুইজারল্যান্ড। সার্বিয়ান গোল বক্সের প্রায় ২০ গজ বাইরে থেকে শট নিয়ে গোল করেন গ্রানিত শাহাকা।

এর আগে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সার্বিয়া। ম্যাচের পঞ্চম মিনিটেই ডান পাশ থেকে টেডিচের বাড়ানো ক্রসে হেড থেকে দুর্দান্ত এক গোল করেন গত মৌসুমে লোনে নিউক্যাসেল ইউনাইটেডে খেলা মিত্রোভিচ। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচে প্রভাব বিস্তার করতে চেষ্টা করে সার্বিয়া। কিন্তু সুইসদের প্রতি আক্রমণে সেটা আর পেরে ওঠেনি।

১০ মিনিটে রড্রিগেজের বাড়ানো বলে জেমাইলির শট একটুর জন্য গোলবারের বাইরে চলে যায়। ১৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের দূরপাল্লার শট নেন সার্বিয়ার মিলানকোভিচ স্যাভিচ। কিন্তু সেটি ছিল একদমই লক্ষ্যভ্রষ্ট। ম্যাচে পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলতে থাকলেও তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি সুইসরা। ম্যাচের ৪২ মিনিটে সার্বিয়ার ম্যাটিচ দূরপাল্লার শটে গোল ব্যবধান বাড়াতে চেয়েও ব্যর্থ হন।

প্রথমার্ধের খেলায় বলের দখলে দাপট কিন্তু তারাই দেখিয়েছেন। শতকরা ৬৯ ভাগ বল নিজেদের পায়ে রেখেছেন। সেখানে এগিয়ে থাকা সার্বিয়ানরা দখলে রেখেছেন মাত্র ৩১ ভাগ বল।

বিশ্বকাপের এবারের আসরের শুরুটা জয় দিয়েই করেছে বলকান অঞ্চলের দেশ সার্বিয়া। নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পাওয়া দলটি সুইসদের বিপক্ষেও জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে উঠে যাবে বিশ্বকাপের শেষ ষোলতে। -একে

বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close