• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন

বিএনপির মনোনয়ন জমা দিলেন ৫ জন

প্রকাশ:  ২১ জুন ২০১৮, ১২:৪৯ | আপডেট : ২১ জুন ২০১৮, ১২:৫৪
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন পেতে বিএনপির ৫ জন মনোনয়ন আবেদন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২১ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়। মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দেন। এরপর বরিশালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ও আলী হায়দার বাবুল মনোনয়নপত্র জমা দেন। সাড়ে ১১ টার দিকে সিলেটের রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) মনোনয়নপত্র জমা দেন।

পরে সাংবাদিকদের রিজভী বলেন, ইতোমধ্যে ৫ জন দলীয় সমর্থন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকী যারা আছেন তারা বিকেল ৪টার মধ্যে জমা দিবেন।

বরিশালের মেয়র আহসান হাবীব কামাল ছাড়াও দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সিলেটে আরিফুল হক চৌধুরী ছাড়া মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১০ হাজার টাকার মূল্যমানে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।

মেয়র প্রার্থী ঠিক করতে বুধবার (২০ জুন) দলীয় কার্যালয়ে থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের জন্য নির্ধারিত ছিল। বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোয়নপত্র জমাদান এবং সেদিন রাতে গুলশান কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার হবে।

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।

সিটি করপোরেশন নির্বাচন,রাজশাহী,বরিশাল ও সিলেট,নির্বাচন,মেয়র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close