• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

চুলচেরা বিশ্লেষণেই ছাত্রলীগের কমিটি ঘোষণায় দেরি: কাদের

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১৭:৫২
নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের কমিটি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘এটা প্রাইম মিনিস্টারের কাছে আছে। আমরা এবার চুলচেরা বিশ্লেষণ করে কমিটি দিচ্ছি। যাতে কমিটি নিয়ে পুরনো অভিযোগগুলো না আসে।’

বুধবার সচিবালয়ে ঈদপরবর্তী পর্যালোচনা সভা শেষে ‘ছাত্রলীগের কমিটি কবে ঘোষণা হবে’-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘অমুক সন্ত্রাসী, অমুক অনুপ্রবেশকারী, অমুক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ছিল- এসব কথা যাতে আর না ওঠে। এখন একটু ব্যস্ততার সময় চলছে, পাশাপাশি কাজও চলছে। কমিটি হতে বেশি সময় লাগবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘খুব ‍শিগগিরই ছাত্রলীগের কমিটি প্রকাশ করতে পারব বলে আশা করছি, তবে দিনক্ষণ বলতে পারব না। ছাত্রলীগের ভালো কমিটি আসবে, সবার প্রশংসা করার মতোই কমিটি আসবে।’

প্রসঙ্গত, গত ৩১ মে সাংবাদিকদের এক প্রশ্নে শিগগির ছাত্রলীগের কমিটি দেয়ার কথা বলেছিলেন কাদের। সেদিন তিনি বলেন, ‘ছাত্রলীগের যাতে ভালো কমিটি হয়, এ বিষয়গুলো নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই তদন্ত করছেন।’

উল্লেখ্য, গত ১১ এবং ১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলনের প্রথম দিন দেয়া ভাষণে সংগঠনটির সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা ভোটাভুটির বদলে সমঝোতায় নেতৃত্ব বাছাইয়ের নির্দেশ দেন। তবে সম্মেলনের ৪০ দিন পার হলেও এখনও জানা যায়নি কারা থাকছেন দেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠনের নেতৃত্বে। -একে

ছাত্রলীগ,ওবায়দুল কাদের,কমিটি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close