• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

মিশরকে ৩-১ গোলে উড়িয়ে দ্বিতীয় পর্বে রাশিয়া

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ০২:০০ | আপডেট : ২০ জুন ২০১৮, ০২:০৩
স্পোর্টস ডেস্ক
মিশরের গড়া সব প্রতিরোধ দ্বিতীয়ার্ধে শুরুতেই ভেঙে্ গুড়িয়ে দিল রাশিয়া। ৩-১ গোলে মিশরকে হারিয়ে সবার আগে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক দল।নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয়ী হলো রাশিয়া। সেই সঙ্গে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ ৮ গোল দেওয়ার রেকর্ড গড়েলো স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতি গোলে এগিয়ে যায় রাশিয়া। এরপর মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোলে বিশাল ব্যবধান গড়ে তুলে বিশ্বকাপের এবারের আয়োজকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে আলেক্সান্দর গোলোভিনের বাউন্সি শট পরিষ্কার করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন মিশরের আহমেদ ফাতি (১-০)।

সম্পর্কিত খবর

    ৫৯ মিনিটে দেনিস চেরিশভের গোলে ২-০ গোলের লিড পায় রাশিয়া। বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। ফলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সর্বোচ্চ ৩ গোল করে তালিকায় শীর্ষে উঠে গেলেন তিনি। তিন মিনিট পরে আর্তেম জিউবার গোলে ৩-০ গোলে এগিয়ে যায় রাশিয়া। খেলার ৭৩ মিনিটে ভিডিও অ্যাসিটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থেকে পাওয়া পেনাল্টি থেকে লিভারপুল তারকা মোহামেদ সালাহ’র গোল দিয়ে রাশিয়ার সঙ্গে নিজদলের ব্যবধান কমান। এই পরাজয়ের ফলে প্রথম পর্ব থেকে সালাহ'র দল মিশরের বিদায় নিশ্চিত হলো। এর আগে সেইন্ট পিতার্সবুর্গে ম্যাচের শুরু রাশিয়ানদের আক্রমণে কোনঠাসা হয়ে পড়লেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় মিশর। পাল্টা আক্রমণ করে খেলাকে গতিশীল করে তোলে। কিন্তু তাসের ঘরের মতোই ভেঙে পড়ে মিশরের সব প্রতিরোধ। মিশরকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত উল্লাসে মেতে ওঠে রাশিয়ানরা।
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close