• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মৃদু তাপপ্রবাহ চলবে আরও তিনদিন

প্রকাশ:  ১৮ জুন ২০১৮, ২৩:০৫ | আপডেট : ১৮ জুন ২০১৮, ২৩:০৯
নিজস্ব প্রতিবেদক
দেশের কয়েকটি অঞ্চলে বয়ে চলেছে মৃদু তাপপ্রবাহ। অাও তিনদিন তা চলবে। এ বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর ও সাতক্ষীরা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজৃসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সম্পর্কিত খবর

    ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে অভ্যন্তরীণ সতর্কতা সংকেত দেখানোর পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close