• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদ জামাতে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

প্রকাশ:  ১৫ জুন ২০১৮, ১৮:৪১
নিজস্ব প্রতিবেদক

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার বাইরে মানুষ যাতে নিরাপদে থাকেন সেজন্য ১৩টি স্থানে অস্থায়ী ক্যাম্প করেছি। আর প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহ, দিনাজপুর ও শোলাকিয়ার বড় ঈদের নামাজের জামাতকে ঘিরে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছি।

শুক্রবার (১৫ মে) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সম্পর্কিত খবর

    র‌্যাব ডিজি বলেন, ২০ রমজানের পর থেকে রাজধানীতে ব্যস্ততা বেড়েছে। তখন থেকেই নগরীজুড়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে র‌্যাব। রাজধানীর মার্কেট, শপিং মল, বাস, রেল ও লঞ্চ টার্মিনাল এবং হাইওয়ে এলাকাসহ সব স্থানেই নিরাপত্তায় র‌্যাব সদস্যরা নিয়োজিত রয়েছেন।

    ঈদের জামাতের সুনির্দিষ্ট কোন নিরাপত্তা হুমকি নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের গোয়েন্দা তথ্য মতে ঈদ জামাতকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোন নিরাপত্তা হুমকি নেই। তবুও নিরাপত্তার স্বার্থে আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি।

    মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের কারণে রমজানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর ফলে রমজানে চুরি, ডাকাতি, ছিনতাই কমে গেছে।

    ফাঁকা রাজধানীতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো সম্ভাবনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ফাঁকা রাজধানীর নিরাপত্তায় অন্যান্য বাহিনীর মতো র‌্যাবও কাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের টহল টিম কাজ করছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close