• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১/১১ কুশীলবরা এখনো সক্রিয়: খাদ্যমন্ত্রী

প্রকাশ:  ১৩ জুন ২০১৮, ১৬:০১ | আপডেট : ১৩ জুন ২০১৮, ১৬:০৮
নিজস্ব প্রতিবেদক

১/১১ কুশীলবরা এখনো সক্রিয় বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১/১১ কুশীলবরা যেভাবে সক্রিয় ছিল। শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে। ওইসব কুশীলব আবার ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। এখন তারা ফর্মুলা দিচ্ছে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না।

বুধবার (১৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন খাদ্যমন্ত্রী । সেখানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

কামরুল ইসলাম বলেন, বিএনপি এবং ১/১১ এর কুশীলবরা আজকে একাট্টা হয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি ভারতসহ বিভিন্ন দেশে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দুই দিন আগে বিভিন্ন সংবাদপত্রে দেখবেন, বিএনপির নেতারা ভারত গিয়েছিল। সেখানে গিয়ে নাকে খত দিয়ে এসেছে।

তিনি আরও বলেন, বিএনপির সময় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্যে যে ১০ ট্রাক অস্ত্রের ট্রানজিট দিয়েছিল তখনকার সরকার প্রধান। তারা এমন কাজ আর করবে না বলে নাকে খত দিয়ে এসেছে। বিএনপি ক্ষমতায় এলে ভারত বিরোধিতা করবে না, তারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন করবে না বলে নাকে খত দিয়ে এসেছে।

খাদ্যমন্ত্রী,কামরুল ইসলাম,আওয়ামী লীগ,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close