• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

খোয়াই নদীর পানি বিপৎসীমার ২০০ সেন্টিমিটার ওপরে

প্রকাশ:  ১৩ জুন ২০১৮, ১০:০৮ | আপডেট : ১৩ জুন ২০১৮, ১৪:৪২
হবিগঞ্জ প্রতিনিধি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৩ জুন) দুপুর ১২টায় নদীর পানি বিপদসীমার ২শ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। ফলে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে হবিগঞ্জবাসীর মধ্যে।

এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে নদীতে পানি বাড়তে থাকে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহিদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরায় বৃষ্টিপাত হওয়ার কারণে নদী হঠাৎ করে মঙ্গলবার পানি বাড়তে থাকে। রাতে পানি বিপদসীমা ছাড়ায়। বুধবার দুপুরে ১২টায় নদীর পানি বিপদসীমার ২শ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশমুখে ভারতীয় কর্তৃপক্ষ গেট খুলে দেয়ায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

খোয়াই নদী,পানি,বিপৎসীমা,১৫০ সেন্টিমিটার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close