• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোরাম সঙ্কটে অধিবেশনে বিলম্ব

প্রকাশ:  ১২ জুন ২০১৮, ১৩:২৪
নিজস্ব প্রতিবেদক

কোরাম (৬০) সঙ্কটে নির্ধারিত সময়ে শুরু হয়নি জাতীয় সংসদের মুলতবি অধিবেশেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে কানাডা থাকায় এ সঙ্কট আরও প্রকট হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) সংসদের মুলতবি বৈঠক সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও তা কোরাম সঙ্কটে ৪০ মিনিট দেরিতে শুরু হয়।

সকাল ১১টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। সংসদ অধিবেশন কক্ষে এমপিদের উপস্থিতি নিশ্চিত করা ভিআইপি মর্যাদার সাতজন হুইপ থাকলেও তাদের কেউ এ সময় উপস্থিত ছিলেন না। এ জন্য সংসদের বেল বাজতেই থাকে।

সংসদ শুরুর সময় কক্ষের ট্রেজারি বেঞ্চে (প্রথম সারিতে) শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছাড়া আর কেউ ছিলেন না। ছিলেন না সংসদের উপনেতা বেগম সাজেদা চৌধুরীও। এছাড়া বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট এইচএম এরশাদও অনুপস্থিত ছিলেন। তবে এ সময় জাতীয় পার্টির দুইজন এমপিকে সংসদে দেখা গেছে।

সংসদের দ্বিতীয় সারিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, রেলমন্ত্রী মুজিবুল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সংস্কৃতি আসাদুজ্জামান নূর ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহেরা খাতুন এ সময় সংসদে উপস্থিত ছিলেন।

/এসএম

সংসদ,অধিবেশন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close