• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশে কর্মে নিয়োজিত প্রায় ৭ কোটি, বেকার ২৭ লাখ

প্রকাশ:  ১১ জুন ২০১৮, ১৬:২৭
নিজস্ব প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের মোট জনসংখ্যার মধ্যে কর্মে নিয়োজিত ৬ কোটি ৮০ লাখ। তবে অর্থনৈতিক কাজে যুক্ত নন ৪ কোটি ৫৮ লাখ এবং বেকার ২৭ লাখ।

মন্ত্রী বলেন, দেশে ১৫ বছরের নিচের জনসংখ্যা মোট জনসংখ্যার ৩০ দশমিক ৮ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছরের মানুষ আছেন ৬৪ দশমিক ৬ শতাংশ এবং ৬৫ বছরের উপরের আছেন ৪ দশমিক ৬ শতাংশ।

সোমবার (১১ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা দশমিক ৯০ শতাংশ। তবে পরিসংখ্যান ব্যুরো কর্মে অক্ষম জনসংখ্যা নির্ণয় না করলেও লেবার ফোর্স সার্ভে ২০১০-১৭ অনুযায়ী কর্মে নিয়োজিত লোকের সংখ্যা ৬ কোটি ৮০ লাখ। এসব লোক কোনো আয় করে না।

ওএফ

পরিকল্পনামন্ত্রী,বাজেট,বেকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close