• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

প্রাইভেটকারে ধর্ষণচেষ্টা: থানায় সেই দুই তরুণী, মামলা দায়ের

প্রকাশ:  ১০ জুন ২০১৮, ২০:০৭ | আপডেট : ১১ জুন ২০১৮, ১৫:১০
নিজস্ব প্রতিবেদক
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর কলেজ গেট এলাকায় প্রাইভেট কারে ‘ধর্ষণচেষ্টার’ শিকার দুই তরুণীকে পাওয়া গিয়েছে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর ওই দুই তরুণীর সন্ধান পায় পুলিশ। তাদের শেরেবাংলা নগর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, ধর্ষণচেষ্টাকালে জনতার হাতে আটক মাহমুদুল হক রনির (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শ্লীলতাহানির শিকার ওই তরুণী (২১)।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস।

তিনি বলেন, ‘ধর্ষণচেষ্টা বা এই অভিযোগে গণপিটুনির বিষয়টি আমরা প্রথমে বুঝতে পারিনি। ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টা সম্পর্কে জানতে পেরেছি। এখন ওই দুই মেয়ের সঙ্গে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, শনিবার রাতে কলেজগেট সিগন্যালে মদ্যপ বিবস্ত্র রনিকে আটক করে জনতা।

ওই সময় প্রাইভেটকারের (ঢাকা মেট্রো- গ ২৯-৫৪১৪) ভেতরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করছিলেন রনি। তার হাত থেকে বাঁচতে তরুণী ধস্তাধস্তি করছিলেন।

এ দৃশ্য দেখে সেখানে থাকা লোকজন এগিয়ে গিয়ে রনির প্রাইভেরকারটি আটকে ফেলেন।

এরপর জনতা গাড়ির ভেতর থেকে আক্রান্ত তরুণী, অভিযুক্ত মদ্যপ রনি ও গাড়িচালককে বের করে আনেন।

তরুণী জনতাকে জানান, তাকে রাস্তা থেকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণচেষ্টা করা হচ্ছিল। এরপর জনতা ওই তরুণ ও গাড়িচালককে গণপিটুনী দেয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাফি আহমেদ নামে একজন ওই ঘটনার বিবরণসহ একটি ভিডিওচিত্র সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সাথে সাথেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

-একে

ধর্ষণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close