• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘আ.লীগ থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায় কুচক্রী মহল’

প্রকাশ:  ১০ জুন ২০১৮, ১৮:৪০ | আপডেট : ১০ জুন ২০১৮, ১৮:৫০
পূর্বপশ্চিম ডেস্ক
ফাইল ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, একটি কুচক্রী মহল আওয়ামী লীগের রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়।

রোববার (১০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

সোহেল তাজ লিখেছেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীন পরিবার ও বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তরে।’

ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমেদের সাদাকালো একটি ছবি শেয়ার করেছেন সোহেল তাজ। স্ট্যাটাসের শেষ দিকে নিজের জেলা কাপাসিয়ার বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা কাপাসিয়ায় কোনও অপরাজনীতি হতে দেবেন না।’

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন গাজীপুরের কাপাসিয়ার সোহেল তাজ। পরে হঠাৎ পদত্যাগ করেন তিনি। এরপর থেকেই অনেকটা নিভৃতে রয়েছেন তিনি। তবে মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে দেখা যায় তাকে। এর আগেও একবার দেশের জন্য কিছু করার কথা লিখেছিলেন তিনি। -একে

সোহেল তাজ,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close