• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

আগামী নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই: নৌমন্ত্রী

প্রকাশ:  ০৯ জুন ২০১৮, ১৪:৪৯ | আপডেট : ০৯ জুন ২০১৮, ১৫:১৩
সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের কোন সম্ভাবনা নেই। বিএনপি বা তাদের বিশ দলীয় জোট যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রে হয়তো যে যার মতো নির্বাচন করতে পারে সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। তবে আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের স্বপক্ষে আমরা যারা আছি সবাই সম্পৃক্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো।

শনিবার (৯ জুন) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থল বন্দর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ইমিগ্রেশন চালুর ব্যাপারে বলেন, ভারত সরকারের সাথে আলোচনা করে আমরা ইমিগ্রেশন চালু করবো।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী প্রমুখ।

উল্লেখ্য, নৌ পরিবহন মন্ত্রী ২০১২ সালের ১৭ নভেম্বর বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর বন্দরের নির্মাণ কাজ শুরু করা হয়। এজন্য ১৪ দশমিক ৬৮ একর জমিসহ ৬শ’ মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন ১টি ওয়ারহাউজ, ৯৬ হাজার বর্গফুট আয়তনের পার্কিং ইয়ার্ড, ৮৫ হাজার বর্গফুট আয়তনের ওপেন স্ট্যাক ইয়ার্ড, শ্রমিকদের জন্য দুটি বিশ্রামাগার, একটি প্রশাসনিক ভবন, দ্বিতল বিশিষ্ট সিকিউরিটি ব্যারাক, একটি দ্বিতল ডরমেটরি ভবনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে ৩৯ কোটি ৪৩ লাখ ২৬ হাজার টাকা ব্যয় হয়।

সোনাহাট স্থলবন্দরের সাথে ভারতের এলসি স্টেশন গোলকগঞ্জ, ধুবরী, আসাম থেকে ১০টি পণ্য আমদানি ও রফতানি করার চুক্তি হয়।

অভি

নির্বাচন,সেনা মোতায়েন,নৌমন্ত্রী,শাজাহান খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close