• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যায় অস্কারের যাবজ্জীবন

প্রকাশ:  ০৭ জুন ২০১৮, ১০:১৩
আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কের কুইন্সের স্থানীয় মসজিদের বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনকে হত্যার ঘটনায় অভিযুক্ত অস্কার মোরেলকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর নিউইয়র্ক টাইমসের।

ঘটনার দুই বছর পর স্থানীয় সময় বুধবার (৬ জুন) বিকেলে কুইন্সের অপরাধ আদালতের বিচারক এ রায় দেন। এর আগে গত ২৩ এপ্রিল অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করেন আদালত।

২০১৬ সালের ১৩ আগস্ট নিউইয়র্কের কুইন্সের স্থানীয় আল ফুরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জি (৫৫) ও মুয়াজ্জিন কাজী তারা মিয়া (৬৪) কে জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করে হত্যা করেন অস্কার মোরেল।

ইমাম ও মুয়াজ্জিন হত্যার ঘটনার একদিন পর অর্থাৎ ১৪ আগস্ট রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

/এসএম

হত্যা,যাবজ্জীবন,নিউইয়র্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close