• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

আফগান সিরিজেও টাইগারদের ভরসা ওয়ালশ

প্রকাশ:  ২৭ মে ২০১৮, ১৪:৫১
স্পোর্টস ডেস্ক

ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে মঙ্গলবার দেরাদুনের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। আর এই সিরিজেও বাংলাদেশ দলের হেডকোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ।

দীর্ঘ অনেকদিন ধরে হেড কোচ ছাড়া খেলছে বাংলাদেশ। টাইগারদের হেড কোচের দায়িত্ব পালন করছে বাংলাদেশের বোলিং কোচ ওয়ালশ। শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে ‘হেডকোচ’ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওয়ালশ।

সম্পর্কিত খবর

    মাঝে তেমন কোন ‍সিরিজ ছিলোনা বাংলাদেশের। এই সময়টাতেও কোন কোচ ছিলোনা টাইগারদের। যার কারণে এই সিরিজেও বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব থাকবে ওয়ালশের কাঁধে।

    রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় ‘ভারতের দেরাদুনে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ।’

    আসন্ন সিরিজের সূচি অনুযায়ী, ৩, ৫ ও ৭ই জুন ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা আফগানদের মোকাবেলা করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close