• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির দেশ থাকবে না: জব্বার

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ২১:০০
কক্সবাজার সংবাদদাতা

তথ্য-প্রযুক্তির এই দিনে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির দেশ থাকবে না বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলা সম্মেলন কক্ষে ডিজিটাল কনটেন্টের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আমাদের দেশের অভিভাবকরা স্বাচ্ছন্দ্যে লাখ টাকা ঘুষ দেয় কিন্তু ২০ হাজার টাকায় সন্তানকে ল্যাপটপ কিনে দেয় না।

তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি ও টেকসই উন্নয়নের জন্য বর্তমানে শিশুদের ডিজিটাল শিক্ষার বিকল্প নেই। তাই পর্যায়ক্রমে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাস রুমের ব্যবস্থা করা হবে।

এসময় মহেশখালীর শিশুদের আইসিটি ক্ষেত্রে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে বলে জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এদিন মহেশখালী নবনিমির্ত ডিজিটাল আইল্যান্ড ভবন পরিদর্শন করেন তিনি।

এ সময় মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

অভি

বাংলাদেশ,দেশ,মোস্তাফা জব্বার,কক্সবাজার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close