• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত ২৯৮ যাত্রীবাহী মালয়েশীয় বিমান!

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ২০:৫৩ | আপডেট : ২৪ মে ২০১৮, ২১:০৪
আন্তর্জাতিক ডেস্ক

২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। ২৯৮ জন যাত্রীবাহী সেই বিমানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক তদন্ত কর্মকর্তারা।

সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে ওই তদন্ত কর্মকর্তারা বলছেন, মালয়েশিয়ার এই বিমানে আঘাত হানা ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি সামরিক ব্রিগেডের কাছে রয়েছে। রাশিয়ার ৫৩তম ব্রিগেড থেকে সেটি নিক্ষেপ করা হয়। দেশটির কুর্কস শহরে তাদের ঘাঁটি রয়েছে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার বোয়িং ৭৭৭ আমস্টারডাম থেকে সে দেশে ফেরার পথে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই সময় বিমানে ২৯৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই ওই দুর্ঘটনায় মারা যান।

ঘটনার পর পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেন অভিযোগ করেছিল যে রুশ সমর্থিত বিদ্রোহীরাই বিমানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

কিন্তু মস্কো দাবি করে যে, ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা থেকেই মিসাইলটি ছোড়া হয়েছিল।

রুশ ক্ষেপণাস্ত্র,বিমান বিধ্বস্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close