• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফার্মগেটে কোচিং সেন্টারে আগুন, হাসপাতালে ১১ জন

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ২০:২১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেটে একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে ১২টার দিকে মেডিকো কোচিং সেন্টারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুনের ধোঁয়ায় ৭ শিক্ষার্থীসহ ১১ জন অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গনেশ বিশ্বাস এ খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট মেডিকো কোচিং সেন্টারের পাশে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটলে কোচিং সেন্টারের বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন লেগে যায়। এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন হলেন– সাদিয়া আফরিন ছোয়া (১৮), মারজাহান আফরোজ (১৮) ও তার মা সাহানা বেগম (৩৫), শামছুন্নাহার প্রেমা (১৭) ও তার মা নাসিমা (৪৫), পাপিয়া জামান কান্তা (১৮), জান্নাতে সিরাতুন্নাহার ইভা (১৮), আফিয়া আবিদা (১৮) ও তার বাবা মাহবুবুর রহমান (৬০), জেরিন তাসনিম (১৮) ও তার আত্মীয় নাসরিন সুলতানা শ্রাবনী (২৩)।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, ধোঁয়া শ্বাসনালীতে যাওয়ায় অসুস্থদের কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। এমন ৬ জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। এর মধ্যে ২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়েও দেওয়া হয়েছে। আরও ৪ জনকে অবজাভেশনে রাখা হয়েছে। -একে

ফার্মগেট,কোচিং সেন্টার,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close