• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

একজন মাদকাসক্তের অসহায় স্ত্রী’র আকুতি

‘আমার বাচ্চাটা বাবা ছাড়া মানুষ হবে, তবু সব ক’টাকে ক্রসফায়ারে দেন’

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ১৯:৫৬ | আপডেট : ২৪ মে ২০১৮, ২০:০৮
পূর্বপশ্চিম ডেস্ক
প্রতীকী ছবি

‘ভাইয়া। আমি একজন এডভোকেট। আমি একটি বিশ্ববিদ্যালয় থেকে আইন থেকে এল.এল.এম করেছি। আমার ছোট্ট একটি ছেলে আছে। আমরা খুব বেশি ভাল না থাকলেও ডাল ভাত খেয়ে সুখে ছিলাম। প্রেমের বিয়ে।

আমার জামাই কোন কাজ করে না। সে এডিক্টেড। কি খায় জানিনা। আমাকে মারধোর করে। আমি জব করি। ইন্ডিপেনডেন্ট। তাও বাচ্চাটার দিকে তাকায় চুপ করে আছি ।

এত কিছুর পর এই ড্রাগ এর জন্য আমার এ অবস্থা অন্য মেয়েদের বা পরিবারের কি অবস্থা আমার জানা নাই। দেশটা ভয়ংকর সময় পার করছে ভাই...

সামনে সরকারি চাকরি ভাইভা আছে। আর সহ্য করতে না পেরে রীতিমত জোর করে বাবার বাড়িতে এসে পড়েছি। ওখানে মানসিক শান্তিতে পড়ার উপায় নেই..

শেখ হাসিনার এই পদক্ষেপ এ সাধুবাদ জানাই...আর কোন পরিবার যাতে ধ্বংস না হয়...

আমার ছোট্ট বাচ্চাটা বাবা ছাড়া মানুষ হবে। তবুও সব কটাকে ক্রসফায়ারে দিয়ে দেন।

কাকে দোষ দিব জানিনা। মনটা হালকা করতে লিখলাম। খুব কষ্ট থেকে লেখা। আমার সংসারটা শেষ আমার আর বাচ্চার জীবনটা শেষ। ভাল থাকবেন। শুভ কামনা ।

(প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের ফেসবুক থেকে নেয়া। লেখাটি তার ইনবক্সে পাঠানো হয়।)

মাদক,ক্রসফায়ার,আশরাফুল আলম খোকন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close