• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ০০:৫৬ | আপডেট : ২৩ মে ২০১৮, ০১:৪৯
ফেনী প্রতিনিধি

ফেনীতে মঙ্গলবার রাতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. ফারুক (৩৫) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ফেনী সদর উপজেলার দাউদপুল এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ফারুক চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অলি আহমদের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে র‌্যাব ফেনী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর দাউদপুল এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মো. ফারুকের নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে প্রাইভেট কার যোগে ঢাকা যাওয়ার পথে ফেনীর দাউদপুল এলাকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ফারুক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, ২২ হাজার পিস ইয়াবা, ১টি ওয়ান শুটারগান, ১০টি কাতুর্জ ও গুলির খোসা উদ্ধার করা হয়।

ফেনীস্থ র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। -একে

ফেনী,বন্দুকযুদ্ধ,মাদক ব্যবসায়ী,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close